লন্ডনে পৌঁছালে মা খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হয়েছেন।
আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. আল মামুন নিশ্চিত করেছেন যে, প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে, লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর খালেদা জিয়াকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে পাঁচটার দিকে তারেক রহমান বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে নিজেই গাড়ি চালিয়ে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে পৌঁছে দেন। এ সময় তার সঙ্গে তাঁর স্ত্রী, ডা. জুবাইদা রহমান, উপস্থিত ছিলেন।
আরো জানুন...
0 Comments