আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
তিনি বলেন, "গণতন্ত্রের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা মনে করি, এ বছরের মাঝামাঝি, অর্থাৎ জুলাই-অগাস্টের মধ্যেই নির্বাচন সম্ভব।"
মির্জা ফখরুল আরও বলেন, "দেশের বৃহত্তর স্বার্থে এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।"
এর আগে গত ১৬ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জানিয়েছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হতে পারে।
অন্যদিকে, বিএনপির সংবাদ সম্মেলনের পরপরই নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এক পৃথক সংবাদ সম্মেলনে জানান যে, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে।
বিএনপির অগাস্টে নির্বাচন অনুষ্ঠানের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. আহমেদ বলেন, "এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা মহোদয় যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেটিই আমাদের প্রস্তুতির কেন্দ্রবিন্দু।"
এদিকে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, নির্বাচনের বিষয়ে সরকারকে কোনো চাপ দেওয়ার অবস্থান তাদের নেই।
0 Comments